প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সব সরকারি দফতর ও আদালতের কার্যক্রম বন্ধ রয়েছে। তাই আর্থিক চাপ সামলাতে সদস্যদের বিনাসুদে দুই বছর মেয়াদি ঋণ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি। এ ঋণ পেতে তালিকাভুক্ত হওয়ার জন্য ঢাকা বারের ওয়েবসাইটে ২০ এপ্রিলের মধ্যে আইনজীবীদের আবেদন করতে হবে। আবেদন বিবেচনা করে ঋণ দেয়া হবে।
আজ সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত ঢাকা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে ২৪ মার্চ থেকে ঢাকার আদালতপাড়া বন্ধ। ঢাকা বারের ২৫ হাজার ২০৯ জন তালিকাভুক্ত সদস্য রয়েছেন। সদস্যদের কাছে মেসেজের মাধ্যমে জানানো হচ্ছে আবেদন করার জন্য। আবেদনের পর আমরা সিদ্ধান্ত নেব কাকে কত ঋণ দেব। কতজন সদস্য আবেদন করবেন সেটার ওপর মূলত নির্ভর করবে কত টাকা দেয়া হবে। স্বাভাবিকভাবেই আবেদনকারী সংখ্যা বেশি হলে ঋণের পরিমাণ কমে আসবে।
এসব বিষয়ে আগামী ২০ এপ্রিল কার্যনির্বাহী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম