জাতীয় সংসদে গত বৃহস্পতিবার পেশ করা ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নে অনেক কিছুই অন্তর্ভুক্ত হয়েছে। কালাবদর-তেতুলিয়া নদীতে বরিশাল-ভোলা সেতু, বিষখালী নদীতে পাথরঘাটা-বরগুনা সেতু ও পায়রা নদীতে আমতলী-বরগুনা সেতুর কার্যক্রম শুরুর নির্দেশনা আছে প্রস্তাবিত বাজেটে।
এছাড়া বরিশাল বিমানবন্দর ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সম্প্রসারণ, মহিলা পলিকেটনিক ইনস্টিটিউট ও হাইটেক পার্ক এবং উপকূলীয় এলাকায় ১৪০টি সাইক্লোন শেল্টার নির্মাণেও বাজেটে বরাদ্দ রাখা হয়েছে।
সরকারের এতসব বরাদ্দে খুশি হলেও করোনা প্রাদুর্ভাবে উপকূলীয় এক কোটি মানুষের চিকিৎসা সেবার উন্নয়নে চলতি বাজেটেই বরিশালে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং উন্নয়ন সম্ভাবনা কাজে লাগাতে ভোলার গ্যাস বরিশালে সরবরাহ, ভাঙ্গা থেকে-পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত রেল ও ফোরলেন সড়ক নির্মাণসহ একটি স্পেশাল ইকোনোমিক জোনের বরাদ্দ চান অর্থনীতিবিদ মো. আক্তারুজ্জামান খান।
অপরদিকে বাজেটে সড়ক যোগাযোগে ১৫ ভাগ বরাদ্দ রাখায় দক্ষিণাঞ্চলে ব্যবসা-বাণিজ্যে গতি বাড়বে আশা শিল্পোদ্যোক্তাদের। করোনায় চাকরি হারানো মানুষের কর্মের নিশ্চয়তার জন্য বন্ধ হয়ে যাওয়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প পুনরুদ্ধারে তাদের প্রণোদনার আওতায় আনার দাবি জানিয়েছেন বরিশাল বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি মো. মিজানুর রহমান।
বাজেট বাস্তবায়নসহ ব্যবসা-বাণিজ্যে সহায়ক পরিবেশ সৃষ্টিতে আমলাতান্ত্রিক জটিলতা কমাতে যোগ্য ব্যক্তিকে গুরুত্বপূর্ণ স্থানে বসানোর দাবি জানান তিনি।
অপরদিকে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দক্ষিণের কৃষি, মৎস্য, পোলট্রি ও ডেইরি পুনরুদ্ধার, নদী ভাঙ্গণ রোধ ও বেড়িবাঁধ নির্মাণে এবং স্বাস্থ্যখাতের মানোন্নয়নে চলতি বাজেটেই পর্যাপ্ত বরাদ্দ দাবি করেছেন বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান মো. সাইদুর রহমান রিন্টু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন