নারায়ণগঞ্জে দুই জন সিকিউরিটি গার্ডের লাশ মঙ্গলবার ভোরে উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানা পুলিশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে মরদেহ দুটি পাঠিয়েছে।
উদ্ধার হওয়া লাশ দুটির প্রাথমিক পরিচয়ে জানা যায়, বিসিকের ২নং সড়কের ৫নং গলিতে অবস্থিত একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।
বিসিক সিকিউরিটি ইনচার্জ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, রাতে ডিউটি অবস্থায় ওই দুই জন ফ্যাক্টরির সামনের রাস্তায় ঘুমিয়ে ছিলেন। রাত দেড়টার দিকে একটি কার্ভাডভ্যান তাদের উপর দিয়ে চলে যায়। পরে ভোর সকালে অন্য সিকিউরিটি গার্ডরা সড়কে তাদের লাশ দেখতে পেলে পুলিশকে খবর দেয়া হয়।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার এস আই মোদাসসের জানান, বিসিকের ২নং সড়কের ৫নং গলিতে দুইজন নাইট গার্ডের লাশ পাওয়া গেছে। নাম জানা যায়নি, বয়স আনুমানিক ৩৮ ও ৭০। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা