সারাদেশে স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পদত্যাগ, স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালককে গ্রেফতার এবং বিনামূল্যে করোনা পরীক্ষা ও মাস্ক বিতরণের দাবিতে বরিশালে মানববন্ধন করে ধিক্কার দিবস পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, জেলা বাসদের (মার্ক্সবাদী) আহবায়ক কমরেড সাইদুর রহমান, ইউনাইটেড কমিউনিস্ট লীগের জেলা সদস্য কমরেড জাফর তালুকদার, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সদস্য জে কে মুকুল এবং কমরেড অধ্যাপক বিপ্লব দাস।
মানববন্ধনে সারাদেশে স্বাস্থ্যখাতের অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের পদত্যাগী মহাপরিচালককে গ্রেফতার এবং বিনামূল্যে করোনা পরীক্ষা ও মাস্ক বিতরণের দাবি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন