বরিশালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) করোনাকালীন সেবামূলক কার্যক্রম বন্ধ করতে চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন নেতৃবৃন্দ। রবিবার সকাল সাড়ে ১০টায় নগরীর ফকিবাড়ি রোডে জেলা বাসদ কার্যালয় সংলগ্ন মাতৃছায়া স্কুল কম্পউান্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সংগঠনের জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।
এ সময় তিনি বলেন, নগরীর ফকির বাড়ি রোডে বাসদ কার্যালয়টি যেখানে রয়েছে সেটিসহ পার্শ¦বর্তী মাতৃছায়া স্কুলের জায়গার মূল মালিক মুক্তিযোদ্ধা হাসান ইমামের উত্তরসূরীরা। তাদের কাছ থেকে ওই কম্পাউন্ড ভাড়া নেন বরিশাল সিটি কলেজের অধ্যক্ষ সুজিত কুমার। তার কাছ থেকে ভাড়া নিয়ে কার্যালয় চালাচ্ছে বাসদ।
করোনাকালে স্কুল বন্ধ থাকায় মাতৃছায় স্কুল এবং এর প্রাঙ্গন ব্যবহার করে অক্সিজেন ব্যাংক গঠন, মানবতার বাজার, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, ডেডিকেটেড এ্যাম্বুলেন্স সার্ভিস পরিচালনা করে আসছে বাসদ। কিন্তু স¤প্রতি সুজিত কুমার তাদেরকে ওই জায়গা ব্যবহারের জন্য অযাচিতভাবে অতিরিক্ত অর্থ দাবি এবং চুক্তিবদ্ধ হওয়ার জন্য চাপ দিচ্ছে।
এমনকি তারা যাতে ওই স্থানে প্রবেশ করতে না পারে সে জন্য এর মূল গেট আটকে দেয়া হয়েছে। এমনকি ক্ষমতাসীন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিচ্ছে এবং বাসদকে ওই স্থান ছেড়ে দেয়ার হুমকি দিচ্ছে। অথচ মূল মালিক তাদের থাকতে বলেছে এবং সুজিত কুমারের সাথেও মূল মালিকের চুক্তি ২০১৭ সালে শেষ হয়েছে।
ডা. মনিষা বলেন, বর্তমান সময়ে ওই স্থান ছেড়ে দিলে তাদের মানবিক কার্যাবলীগুলো বন্ধ হয়ে যাবে। যা বরিশালবাসীর জন্য ক্ষতিকর হবে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশয়ারি উচ্চারণ করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলা বাসদ আহŸায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন