ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করতে বরিশালে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফল-ফুলের চারা এবং শীত মৌসুমের সবজির বীজ বিতরণ করেছে ‘সবুজ কৃষি বরিশাল’ নামে একটি সংগঠন। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে নগরীর ১৩০ জন ছাদ বাগানী বৃক্ষপ্রেমীর থাইল্যান্ডের রেইন লিলি, গোলাপজাম ফল, থাইল্যান্ডের পেয়ারা, আঙ্গুরের চারা এবং আগামী শীত মৌসুমের বিভিন্ন বীজ বিতরন করা হয়। বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার রেজাউল করিম।
সবুজ কৃষি বরিশাল সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো. বরকত হাসানের সভাপতিত্বে চারা বিতরনী অনুষ্ঠানে শের-ই বাংলা মেডিকেলের গাইনী বিশেষঞ্জ ডা. হাসিনা বিদ্যুত, নিউক্লিয়ার ও পরমানু বিভাগের প্রধান ডা. নাফিসা জাহান স্বপ্না, সরকারি বরিশাল কলেজের সহযোগী অধ্যাপক লতিফা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সবুজ কৃষি বরিশাল সংগঠনের প্রতিষ্ঠাতা টেক্সটাইল ইঞ্জিনিয়ার মো. বরকত হাসান বলেন, নগরীর কাশীপুরের নিজ বাড়ির ছাদে ২০১৩ সালে তিনি ছাদ বাগান তৈরী করেন। তার ছাদে ১৩০ ধরনের ফুল-ফল এবং সবজীর সমাহার রয়েছে। ছাদ কৃষিতে উদ্বুদ্ধ করার জন্য গত এক বছর ধরে তারা এই সংগঠনের মাধ্যমে ৫টি ইভেন্টের মাধ্যমে বিনামূল্যে সহস্রাধিক ছাদ বাগানীর মাধ্যমে ফুল-ফল ও সবজীর বিজ বিতরন করেন। নগরীর সকল বাড়ির ছাদে সবুজের সমাহার করার জন্য এই সংগঠন চেষ্টা করে যাচ্ছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার