বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, তরুণ প্রজন্মের চোখে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় একজন ভিশনারি লিডার। তার আইসিটি পরিকল্পনা অনুযায়ী মাত্র ১২ বছরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। জয়ের নেতৃত্বে বাংলাদেশ আজ শ্রম নির্ভরতা কাটিয়ে প্রযুক্তি নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।
বরিশালের মেহেন্দিগঞ্জে প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মাহফুজ-উল আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলুসহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে এমপি পংকজ নাথ ওই উপজেলার চরগোপালপুর ইউনিয়নের প্রত্যন্ত চরাঞ্চল কাজীরচর এলাকায় মুজিববর্ষ নামে নতুন বাজারের উদ্বোধন এবং জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে চরগোপালপুর ইউনিয়নের পূর্বপাড় থেকে কাজীরচর পর্যন্ত ৬ কিলোমিটার নতুন সড়কের উদ্বোধন করে রাস্তার দুই পাশে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
বিডি প্রতিদিন/আল আমীন