ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা পশুরহাটের প্রধান আকর্ষণ কালো মানিক।
সোমবার কালো মানিক নামের এই গরুটি আগানগর হাটে নিয়ে আসা হয়েছে। কালো মানিকের ওজন প্রায় ১০০০ কেজি, যার দাম চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা।
ভালো দাম পাওয়ার আশায় ফরিদপুরের চরভদ্রসন থেকে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আগানগর আমবাগিচা হাটে নিয়ে এসেছেন। আসন্ন ঈদুল আজহায় বিক্রয়ের জন্য নিয়ে আসা হয়েছে বলে জানান কালো মানিকের মহাজন রাসল মিয়া।
বড় আকৃতির এই কালো মানিকের বয়স প্রায় ৪ বছর, কালো মানিকের দেখাশোনা দায়িত্বে রয়েছে ২ জন লোক, দূর থেকে দেখলে কালো মানিককে মনে হবে বিশালাকৃতির মহিষ, লম্বা ও উচ্চতা মহিষের চেয়েও বড়, গরুটির পেছনের পায়ে সামান্য কিছু স্থান সাদা ছাড়া পুরোটাই কালো রঙয়ের তাই তার নাম রাখা হয়েছে কালো মানিক।
কালো মানিকের প্রতিদিনের খাবারের জন্য প্রায় হাজার টাকা ব্যয় হয়। কালো মানিকের খাবারের তালিকায় প্রতিদিন প্রায় পাঁচ কেজি ভেজানো ছোলা, গমের ভুসি এবং সবুজ কাঁচা ঘাস। ফ্যানের বাতাস ছাড়া কালো মানিক থাকতে পারে না। তাই অস্ট্রেলিয়ান এই ষাঁড়টির জন্য জেনারেটরের ব্যবস্থাও করা হয়েছে। প্রতিদিন কয়েকবার গোসল করাতে হয় এই গরুটিকে। গোসলের পর আবার শুকনা কাপড় দিয়ে শরীরের পানি মুছে ফেলতে হয় যাতে ঠাণ্ডা না লেগে যায় কালো মানিকের। হাটের ইজারাদার মীর আসাদ হোসেন টিটু, ও মাহমুদ আলম এবং হাটের তত্ত্বাবধানে রয়েছেন জাকির হোসেন।
বাজারের সার্বিক বিষয়ে জাকির হোসেন বলেন, গত বছরের চেয়ে গরুর সংখ্যা কম হলেও এ বছর ভালো মানের গরু উঠেছে হাটে। ব্রীজের নীচে একটি বড় আকারের গরু উঠেছে। যার ওজন প্রায় ১০০০ কেজি ২৫ মণ। দেখতে ও ভালো।
তিনি ক্রেতাদের উদ্দেশে বলেন, আপনাদের সাধ্যের মধ্যে ভালো মানের গরু ক্রয় করতে চান তাহলে আগানগর আমবাগিচা পশুর হাটে চলে আসুন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন