করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ ও মোকাবেলায় সর্বসাধারণের মাস্ক ব্যবহার নিশ্চিত ও বাধ্যতামূলক করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে ময়মনসিংহ জেলার ২০ হাজার পয়েন্ট থেকে একযোগে মাস্ক বিতরণের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছে জেলা প্রশাসন।
বিভাগীয় প্রশাসন, জেলা এবং উপজেলা প্রশাসন, পৌরসভা, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এ কাজে একযোগে অংশ নেন।
মঙ্গলবার বেলা ১১টায় পৃথকভাবে বিভাগীয় কার্যালয়ের সামনে মাস্ক বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার কামরুল হাসান এবং সিটি কর্পোরেশনের সামনে থেকে উদ্বোধন করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এসময় জেলা প্রশাসক মিজানুর রহমানসহ প্রশাসনের কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা