‘কিছু করতে চাই’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রাজশাহীতে গরীব, অসহায়, নিম্নআয়ের ৪০০ জন মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, কিছু করতে চাই সংগঠনের আহসান উদ্দিন সরকার, তানসিম সৈকত, সামছুল আরেফিন, মেসবাউর রহমান প্রমুখ।
কিছু করতে চাই সংগঠনের আহসান উদ্দিন সরকার জানান, ‘কিছু করতে চাই’ সংগঠনের উদ্যোগে ইতিমধ্যে ১২ হাজার মানুষকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। ঈদুল আযহার আগে ঈদ উপহার হিসেবে ৪০০ জন গরীব, অসহায়, দুস্থ মানুষ ও হিজড়া সম্প্রদায়ের মাঝে বিতরণ করা হলো। ৪০০ জনের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আটা, এক কেজি লবণ, এক প্যাকেট সেমাই, ১ প্যাকেট গুড়া দুধ ও ১ প্যাকেট নুডুলস প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে সামর্থব্যান মানুষরা রাজশাহীর গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এটাই আমরা চাই।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ