কুরবানি ঈদের আর কয়েকদিন বাকি। করোনার কারণে এবার বেশ জমে উঠেছে অনলাইনভিত্তিক পশুর হাট। ক্রেতারা পশু সম্পর্কে সব তথ্য অনলাইনেই পেয়ে যাচ্ছেন।প্রতি কুরবানি ঈদে বিশালাকার গরুগুলো সারাদেশে আলোচনায় থাকে। এমনই একটি গরু গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর বাহাদুর।
গরুটির ওজন ২৫ মণ বলে দাবি করেছেন গরুর মালিক ইসমাইল। নিজ বাড়িতেই এটি লালন-পালন করেছেন তিনি। গরুর দাম হেঁকেছেন ৮ লাখ ৫০ হাজার টাকা। এখন পর্যন্ত বীর বাহাদুরের দাম উঠেছে ৭ লাখ ৩৫ হাজার টাকা।
গরুটি ক্রেতার জন্য একটি উন্নত মানের খাসি ফ্রি দেয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত