রাজধানীর পল্লবী এলাকায় বিপ্লব হাওলাদার হত্যার ঘটনায় ইমতিয়াজ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ।
মঙ্গলবার দুপুর দেড়টায় গোয়েন্দা মিরপুর বিভাগের পল্লবী জোনাল টিম রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পল্লবী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম জানান, 'বিপ্লব হাওলাদার তার বাসার সামনে ফুটপাতে মোটরসাইকেলের অকটেন লুজ তেল বিক্রির ব্যবসা করতেন। গত ২৩ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি তার দোকানের পাশেই ইন্টারনেট ক্যাবল ব্যবসার একটি দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট সেবন করছিলেন। সিগারেট সেবনকে কেন্দ্র করে বিপ্লবের সাথে ইন্টারনেট ক্যাবল দোকানের মালিক ইমতিয়াজ ও রনির কথা কাটাকাটি হয়।'
তিনি জানান, 'কথা কাটাকাটির এক পর্যায়ে তারা বিপ্লবকে এলোপাতাড়িভাবে মারধর করেন এবং ইট দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। যার ফলে বিপ্লবের মেরুদন্ডসহ পাজরে গুরুতর আঘাত হন। ভিকটিমকে তার আত্মীয়-স্বজন চিকিৎসার জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিকটিমের স্ত্রী ভিকটিমকে ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করেন।'
ভিকটিম ওই হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় ২৫ জুলাই রাত সাড়ে ১১টায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় ২৬ জুলাই পল্লবী থানায় একটি হত্যা মামলা রুজু হয়।
তিনি আরও জানান, মামলা রুজুর পর পল্লবী থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে ডিবির পল্লবী জোনাল টিম। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইমতিয়াজকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পল্লবী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত