বরিশাল নগরীর কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান। বৃহস্পতিবার দুপুরে ঊর্ধ্বতন কমকর্তাদের সাথে নিয়ে কাউনিয়া বটতলা কোরবানির পশুর হাট ও অন্যান্য হাটের সার্বিক চিত্র অবলোকন করেন তিনি।
এ সময় ক্রেতা-বিক্রেতা উভয়কেই স্বাস্থ্যবিধি পালন করা, মাস্ক ব্যবহার এবং পশুর হাটে অবশ্যই হাত ধোয়ার ব্যবস্থা রাখার জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান পুলিশ কমিশনার। ক্রেতা-বিক্রেতার নিরাপত্তায় প্রতিটি হাটে পুলিশ বক্স স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
প্রতিটি হাটে সিসি ক্যামেরা স্থাপন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার ওপর তাগিদ দেন এবং পশুর হাটে থাকা নারী উদ্যোক্তাদের উৎসাহ প্রদান করেন। পশুর হাটে যেকোনও ধরনের চাঁদাবাজি রোধে কঠোর হুঁশিয়ারি দেন পুলিশ কমিশনার।
এ সময় উপ-কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার, উপ-কমিশনার (উত্তর) মো. খাইরুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর মো. জাকারিয়া রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কালাম