লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ এবং কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সক্রিয়া সদস্য আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার বিকেলে রামগঞ্জ উপজেলার উত্তর টামটা থেকে নুরুল ইসলাম ওরফে অভি (২০) এবং গতকাল শুক্রবার ভোরে মুরাদনগরের কাঁঠালিয়াকান্দা থেকে আবদুল্লাহ আল মামুন ওরফে এনামকে আটক করা হয়।
আজ সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, আটক অভি উবার রাইড শেয়ার করেন এবং এনাম বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জেএমবির সদস্য সংগ্রহ করার কথা স্বীকার করে।
আটক দুই জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াসহ তাদের সহযোগীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে র্যাব-৮।
বিডি প্রতিদিন/আল আমীন