রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা নগরীর খাদেমুল বালিকা বিদ্যালয় ও কলেজের উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেছেন। বুধবার সকালে তিনি স্কুলটির চারতলা ভিতবিশিষ্ট একাডেমিক ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থতলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করেন।
‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় শিক্ষা প্রকৌশল অধিদফতর কাজটি বাস্তবায়ন করবে। ফলক উন্মোচনের সময় শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আবদুল হাদীসহ শিক্ষক-কর্মচারী এবং শিক্ষা প্রকৌশল অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ