রাজধানীর মিরপুর-১ এলাকা থেকে বিদেশি মদসহ তিন মাদককারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। আটকরা হলেন- মো. বাদশা (৪৭), মো. সালমান খালেদ (২৪) ও মো. ইউসুফ আলী (২২)।
বৃহস্পতিবার তাদের আটক করা হয়।
শুক্রবার সকালে র্যাব-৪ এর সহকারী পরিচালক এএসপি জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল বৃহস্পতিবার রাজধানীর মিরপুর-১ এলাকায় আভিযান চালায়। অভিযানকালে ওই তিন মাদককারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৭ বোতল বিদেশি মদ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন