ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আফরোজা সুলতানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে ব্রেন হেমারেজ সংক্রান্ত জটিলতায় সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার আরও অবনতি হলে আইসিইউতে স্থানান্তর করা হয়।
অধ্যাপক আফরোজা সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. টি. এম. মইনুল হোসেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন