ফান্ড নেই এমন কথায় ১২ কর্মচারীকে ছাঁটাই করেছে রাজশাহী পোস্টমাস্টার জেনারেল অফিস (পিএমজি)। এমন অবস্থায় সংসার নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছেন ওই কর্মচারীরা। যদিও এবিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য নেই পিএমজি কর্তৃপক্ষের। ডাক কর্মচারী ইউনিয়নের নেতারা জানান, ‘এই প্রথম ছাঁটাইয়ের ঘটনা ঘটলো ফান্ড নেই বলে। তবে বিষয়টি দুঃজনক বলছেন তারা।’
পিএমজির নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ১২ কর্মচারীই ছিলেন দক্ষ। যে পদগুলোতে তারা কাজ করতেন, সেগুলো ফাঁকা। যদিও ২০২০ সালের ১২ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানায় বিভাগীয় শহর এবং অন্যান্য সিটি করপোরেশন এলাকায় নিয়মিত দক্ষ শ্রমিক ৬০০ টাকা ও অনিয়মিত অদক্ষ শ্রমিক ৫৫০ টাকা মজুরি পাবে। মজুরি বৃদ্ধির পরে ১২ কর্মচারীদের ছাঁটাইয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এই মজুরি বৃদ্ধির খবরে ওই কর্মচারীরা বেশ আনন্দিত হয়েছিলেন।
ছাঁটাইকৃতদের মধ্যে আছেন, মালি দুজন, ক্লাম্বার একজন, ড্রাফম্যান ১ জন, মেডিকেল অ্যাসিস্টেন্টসহ বাকিরা পিয়ন পদে ছিলেন। তারা ২৫০ থেকে ৪০০ টাকা বেতনের দৈনিক মুজরি ভিত্তিক কর্মচারী ছিলেন। এই কাজেই সংসার চলতো তাদের।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছরের ১৩ জানুয়ারি কোন রকম নোটিশ ছাড়া বিভিন্ন পদের ১২ জনকে ছাঁটাই করা হয়েছে। পিএমজির সুপার মাহবুব হোসেন তাদের অফিস কক্ষে ডেকে বলেন, ‘ফান্ড সংকটের কারণে আপনাদের ছাটাই করা হয়েছে। বাজেট আসলে আবার ডাকা হবে।’
পিএমজি অফিসের বাবু প্রায় ২০ ধরে পিএমজিতে কাজ করেছেন। কখন অফিসারের বাসায়, কখন গেটে। আবারও কখনও পিএমজি অফিসে। সর্বশেষ এই অফিসটিতে মালি হিসেবে কর্মরত আছেন তিনি। বাবু জানান, ‘সংসারে দুই ছেলে ও এক মেয়েসহ আমরা পাঁচজন। কাজ নাই অনেক দিন হলো। বেকার অবস্থায় আছি। স্যাররা বলেছেন, বাজেট আসলে ডাকবে, আর না আসলে নাই।’
মালি বাবুর মতো বেকার হয়ে পড়েছেন, মেডিকেল অ্যাসিস্টেন্ড শাহরিয়ার, কাইজার, পিয়ন সুমন, হেলেন আক্তার ও ফৌজিয়া আক্তার, কম্পিউটার ওপারেটর মোশাররফ হোসেন ও ইশতিয়াক আহম্মেদ, মালি সাগর।
কয়েকজন কর্মচারী জানান, দুই সপ্তার বেশি সময় ধরে বেকার অবস্থায় আছেন। তবে পিএমজি অফিসের ইতিহাসে এমনভাবে ছাঁটাইয়ের কোনো নজির নেই। এই প্রথম তাদের ছাঁটাই করা হয়েছে। তারা আরও বলেন, তাদের বেতন বাড়ার খবরটি শুনেছেন। তারা মনে করেছিলেন বেতন বাড়লে তারা স্বাচ্ছন্দে সংসার চালাতে পারবেন। কিন্তু এখন স্বাচ্ছ্যন্দ তো দূরের কথা, চাকরিটাই চলে গেল।
সহকারী পোস্টমাস্টার জেনারেল মোহা. এনামুল হক বলেন, করোনার কারণে বাজেট আসেনি, তাই ১২ কর্মচারীকে ছাঁটাই করা হয়েছে। বাজেট আসলে আবার ডাকা হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর