দেশের উভয় পুঁজিবাজারে রবিবারের পর দ্বিতীয় দিন সোমবারও সূচকের বড় পতন হয়েছে। কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। তবে ডিএসইতে বেড়েছে গত দিনের তুলনায় লেনদেনের পরিমাণ।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৮৯ কোটি ৮০ লাখ ৪৩ হাজার টাকা। যা গত দিনের তুলোনায় ১৮ কোটি টাকা বেশি।
ডিএসইর লেনদেনে অংশ নেয়া ৩৫০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৩৬টি ও অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
সর্বশেষ গত রবিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছিল ৭৭১ কোটি ৫২ লাখ ৪৩ হাজার টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে কমেছিল বেশিরভাগ কোম্পানি ও ইউনিটের শেয়ার ও ইউনিটের দর।
সোমবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৩৮ কোটি ১১ লাখ ৫৬ হাজার ১১৭ টাকা, যা আগের দিনের তুলনায় আট কোটি টাকা বেশি। এদিন সিএসইর লেনদেনে অংশ নেয়া ২২৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৩টি কোম্পানির। দর কমেছে ১৭৬টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।
জানা গেছে, সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ১২৮ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ৩৭৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ২৩ পয়েন্টে।
অপর দিকে, সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৫৩১ পয়েন্টে। সিএসইএক্স সূচক ২৩১ পয়েন্ট কমে অবস্থান করছে নয় হাজার ৩৭২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ১৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৪৬৩ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৭ পয়েন্টে। সিএসআই ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৬৫ পয়েন্টে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন