রাজধানীর বিমানবন্দর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইউনুস ব্যাপারী (৭০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে শামীম রেজা (৩৬)। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলের স্ত্রী সাজেদা আক্তার জানান, তাদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। বর্তমানে তারা আব্দুল্লাহপুর কাজীপাড়া এলাকায় থাকেন। দুপুরে ছেলে শামীম বাবাকে নিয়ে মোটরসাইকেলে করে কারওয়ানবাজার কাঁচাবাজার যান। সেখান থেকে বাজার করে বাসায় ফিরছিলেন তারা। পথে বিমানবন্দর বলাকা অফিসের সামনে এলে মোটরসাকেলটির সামনের চাকা ফেটে গেলে রাস্তার উপর ছিটকে পড়েন তারা। এতে গুরুতর আহত হন তার শ্বশুর। আর শামীমের ডান হাতে সামান্য আঘাত লাগে।
তাৎক্ষণিকভাবে সেখান থেকে তার শ্বশুরকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান শামীম। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত