রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে ট্রাকের ধাক্কায় লুৎফুর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত লুৎফুরের বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলায়। তিনি পরিবার নিয়ে মিরপুর-১ নম্বর সেকশনের রয়েল সিটিতে থাকতেন। আগে ব্যবসা করলেও বর্তমানে তেমন কিছুই করতেন না তিনি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর আহতাবস্থায় লুৎফুর রহমানকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ঘটনাটি শাহআলী থানায় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ