রাজধানীর কদমতলী পূর্ব জুরাইনে জাকির হোসেন (৫০) নামে পুলিশের এক সোর্স ছুরিকাঘাতে খুন হয়েছেন বলে জানা গেছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে পূর্ব জুরাইন এলাকায় নবায়ন গলিতে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত জাকির স্ত্রী ও সন্তানদের নিয়ে রায়েরবাগ মদিনাবাগ এলাকায় থাকতেন। এ ঘটনায় মুজিবর রহমান (৩২) নামে আরও একজন আহত হয়েছেন। তিনিও একই এলাকার বাসিন্দা।
কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, ছুরিকাঘাতে জাকির মারা গেছেন। এই ঘটনায় মজিবুর আহত হয়। জাকির কদমতলী থানা পুলিশের সহযোগিতায় কাজ করতেন। আহত ব্যক্তির কাছে জানতে পেরেছি শুক্কুর ও স্বপনসহ বেশ কয়েকজন তাদের ছুরিকাঘাত করেছেন। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
এদিকে আহত মজিবুর রহমান গণমাধ্যমকে বলেন, জাকির কদমতলী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। আমার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিলো, আমরা বন্ধুর মতো আমরা চলাফেরা করতাম। বুধবার ফোন পেয়ে আমি ও জাকির ভাই নবায়ন গলি এলাকায় যাই।
যাওয়ার সঙ্গে সঙ্গে মাদক ব্যবসায়ী শুক্কুর, লিটন ও স্বপনসহ আরও অনেকে এলোপাথাড়ি আমাদের ছুরিকাঘাত করেন। একপর্যায়ে পুলিশ আমাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসে। শুক্কুর লিটন এরা হচ্ছেন মাদক ব্যবসায়ী। জাকির তাদের মাদকের বিষয়ে পুলিশের কাছে তথ্য দেওয়ার কারণে আমাদের ওপর তারা হামলা করেন বলেও জানান মুজিবুর।
বিডি-প্রতিদিন/শফিক