বরিশাল সদর উপজেলায় পলিথিনে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার চরমোনাই ব্রিজ সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রিয়াজুল ইসলাম জানান, রবিবার সকালে চরমোনাই ব্রিজ সংলগ্ন দুলালের চায়ের দোকানের বেঞ্চের উপরে মুখ বাঁধা অবস্থায় পলিথিনে মোড়ানো ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশে খবর দিলে সুরতহাল শেষে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
বিডি প্রতিদিন/এমআই