১৪ মার্চ, ২০২১ ০৬:৩৬

রাজধানীতে জাল টাকাসহ আটক ১

অনলাইন ডেস্ক

রাজধানীতে জাল টাকাসহ আটক ১

রাজধানীর যাত্রাবাড়ীতে জাল নোটসহ রবিন (২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১০। শনিবার রাতে র্যাব-১০ যাত্রাবাড়ী থানার সায়দাবাদ জনপদের মোড় ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব জানান, আসামি রবিন জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ জাল টাকা তৈরি করে রাজধানী যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় জালটাকা সরবারহ করে আসছিল। আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর