বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরেপেক্ষ নির্বাচনের দাবিতে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদল। গতকাল শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় আগামী ১৬ মার্চ পূর্বঘোষিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে রাজধানীর গোপিবাগে বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এটা আসলেই সঠিক, একটা দেশে যদি বিপ্লব ঘটাতে হয় সেখানে শ্রমিক-কৃষক-ছাত্র তিনটি ফ্রন্টের আন্দোলন করতে হয়। শ্রমিক জনগোষ্ঠীর রক্তচোষা টাকা দিয়ে সরকারি দলের নেতারা টাকার পাহাড় গড়ছে। এর বিরুদ্ধে শ্রমিকদের সোচ্চার হতে হবে। বলা হয়ে থাকে শ্রমিকদলকে প্রাধান্য দেওয়া হয় না। আমি আপনাদেরকে কথা দিলাম আগামী দিনের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচিতে শ্রমিকদলকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। শ্রমিকরা ছাড়া কোনো আন্দোলন সফল হয় না।
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের সভাপতি কাজী আমীর খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদলের সঞ্চলনায় সভায় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, ৭৩ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার সাব্বির আহমেদ আরিফ, দক্ষিণ শ্রমিকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সবুজ সহ শ্রমিকদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড এর দুই শতাধিক নেতাকর্মী। এর আগে, শনিবার বিকেলে একই স্থানে ঢাকা মহানগর দক্ষিণ ও পূর্ব ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে সভা করেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত