রাজধানীর খিলগাঁও তিলপাপাড়ার একটি বাসা থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত কিশোরের নাম সিয়াম (১৬)। সিয়াম মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতো বলে জানিয়েছে তার পরিবার।
রবিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে তিলপাপাড়ার ২১ নম্বর রোডের ৬৩৫ নম্বর বাড়ির নিচ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় করে খিলগাঁও থানা পুলিশ।
খিলগাঁও থানার উপপরিদর্শক মো. বদরুল আল আমিন বলেন, খবর পেয়ে রবিবার ভোরে তিনতলা বাড়িটির নিচ তলা থেকে সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। তার দেহ ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হলেও তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত