রাজধানীর মিন্টু রোডে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রধান কার্যালয়ের একটি টিনশেড ঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যাওয়ার আগেই আগুন নেভানো হয়।
রবিবার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ গণমাধ্যমকে বলেন, দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর আসে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এক লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়, প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘরটিতে কিছু পরিত্যক্ত মালামাল ও ভ্যানগাড়ি ছিল।
বিডি প্রতিদিন/আরাফাত