রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ রবিবার সকালে ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’-এই শ্লোগানে নগরীর সিটি বাজারে মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
কর্মসূচির অংশ হিসেবে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মাস্ক বিতরণ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বক্তারা করোনা প্রতিরোধে সচেতন হবার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানতে সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠান শেষে পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
বিডি প্রতিনিধি/আবু জাফর