খুলনা নগরীর শিববাড়ি মোড়ে বিদ্যুতের খুঁটিতে আগুন লেগে ১১ কেভি বিদ্যুৎ সংযোগ তার, ইন্টারনেট ও ক্যাবল টিভির সার্ভিস তার পুড়ে গেছে। সোমবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নগরীর গোবরচাকা, পল্লীমঙ্গল, শিববাড়ি মোড়সহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শিববাড়ি মোড়ের ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওজোপাডিকো খুলনার সহকারি প্রকৌশলী মো. রুহুল আমিন হাওলাদার জানান, সময়মতো আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো।
ইন্টারনেট ব্যবসায়ীরা জানান, আগুনে ১৭/১৮টি ইন্টারনেট প্রতিষ্ঠানের টার্মিনেশন পয়েন্টের ম্যাসেঞ্জার ক্যাবল ও সার্ভিস তার পুড়ে গেছে। এতে ব্যাংক, সরকারি দপ্তর. জরুরি সেবা প্রতিষ্ঠানের ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ফলে গ্রাহক পর্যায়ে ভোগান্তি তৈরি হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ