বিপর্যস্ত ফিলিস্তিন জনগণের সাহায্যার্থে এগিয়ে এসেছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান 'উপায়।' এখন থেকে উপায় গ্রাহকরা তাদের মোবাইল অ্যাপ বা ইউএসএসডি কোড ডায়াল করে যেকোন অংকের টাকা ফিলিস্তিন দূতাবাসের ‘উপায়’ অ্যাকাউন্টে পাঠাতে পারবেন।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মোবইল ব্যাংকিং সাবসিডিয়ারি উপায় এবং ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের সাথে গতকাল এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উপায় অ্যাপ ব্যবহারকারীরা ‘ডোনেশন’ অপশনে গিয়ে অ্যাম্বাসি অব দ্যা স্টেট অব প্যালেস্টাইন, বাংলাদেশ সিলেক্ট করে অনুদান প্রদান করতে পারবেন।
ইউএসএসডি ব্যাবহারকারী উপায় গ্রাহকরা *২৬৮# ডায়াল করে মেক পেমেন্ট সিলেক্ট করে ফিলিস্তিন দূতাবাসের অফিসিয়াল উপায় অ্যাকাউন্ট (০১৯৩৭৭৯১৩৫৪) এ টাকা পাঠাতে পারবেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির