কারামুক্তির পর সাংবাদিক রোজিনা ইসলামকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে ডায়বেটিসসহ নানা ধরনের জটিলতা থাকায় আজ সন্ধ্যা ৬টার দিকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে তার করোনা টেস্টসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রোজিনার স্বামী মনিরুল ইসলাম মিঠু বলেন, চিকিৎসকদের পরামর্শে রোজিনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিটি স্ক্যান, করোনাসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ভিত্তিতে চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন।
আজ রবিবার বিকেল ৪টা ২০ মিনিটে কাশিমপুর মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পান রোজিনা ইসলাম।
পরে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। গত সোমবার পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাত পৌনে ১২টার দিকে রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত