ময়মনসিংহে অনগ্রসর জনগোষ্ঠীর ২৫ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেছেন মেয়র ইকরামুল হক টিটু। সোমবার দুপুরে সিটি মেয়রের অফিস কক্ষে শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হয়।
এ সময় সিটি কর্পোরশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা লুৎফুন নাহার, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, সমাজকল্যাণ কর্মকর্তা উম্মে হালিমা, শহর সমাজসেবা কর্মকর্তা শামীমা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ কার্যক্রমের আওতায় ২৫ জন শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তির চেক প্রদান করা হবে এবং শিক্ষার্থীগণ তাদের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত প্রতি তিন মাস অন্তর এই উপবৃত্তির টাকা পাবে।
বিডি প্রতিদিন/আল আমীন