রাজধানীতে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে স্বস্তির বৃষ্টি নেমেছে। সোমবার রাতের বৃষ্টিতে গত কয়েক দিনের ভ্যাপসা গরমের অবসান ঘটেছে। স্বস্তি নেমে এসেছে শহরজুড়ে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর জানায়, নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়া ইয়াসের প্রভাবে দাবদাহের প্রভাব কমতে শুরু করবে। বৃষ্টির আভাস রয়েছে।
সোমবার গুগলের পূর্বাভাসে দেখা যায়, বিকাল সাড়ে পাঁচ টার দিকে ঢাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪৪ ডিগ্রি সেলসিয়াস। তবে দিনের তীব্র গরমের মধ্যে রাতের বৃষ্টি স্বস্তি নেমে এসেছে শহরজুড়ে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন