বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজীর প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা ৫০ মিনিটে একাডেমির নজরুল মঞ্চে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে মরহুমের মরদেহ নিয়ে যাওয়া হয়েছে আজিমপুর কবরস্থানে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
এর আগে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল নয়টা ৫৫ মিনিটে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের হিমাগার থেকে বাংলা একাডেমিতে নিয়ে আসা হয় হাবীবুল্লাহ সিরাজীর মরদেহ।
সোমবার রাত ১১টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কবি হাবীবুল্লাহ সিরাজী।
বিডি প্রতিদিন/আরাফাত