রংপুরে রমেক হাসপাতালের এক নার্সকে মারধর করার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাদিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে রমেক হাসপাতালের বার্ন ইউনিটে কর্তব্যরত নার্স মনেকা বেগমকে ব্যক্তিগত বিরোধের জের ধরে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সাদি ওই নার্সের হাজিপাড়া বাসভবনের সামনে বেধরক মারপিট করে। এতে নার্স গুরুতর আহত হলে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই নার্সের স্বামী আরপিএমপি কোতয়ালী থানায় মামলা করেন। পুলিশ রাতেই সাদিকে গ্রেফতার করেন।
জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (১) মোঃ জুয়েল হোসেন বলেন, আমরা বিষয়টি শুনেছি। দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। ব্যক্তিগত কোন ঘটনার দায় দল নিবে না। সে যদি দোষী হয় তা হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরপিএমপি কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ জানান, গ্রেফতার সাদিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল