নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করেছে স্বামী হীরা চৌধুরী। এ ঘটনায় স্বামী হীরা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ভোরে ফতুল্লার পূর্ব লামাপাড়া সংলগ্ন লালমিয়া কন্ট্রাক্টরের বাড়ির পাশের চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
তাদের সংসারে তুষার (১০) এবং ফুয়াদ (৭) নামে দুইটি সন্তান রয়েছে।
নিহত তানজিদা আক্তার পপি ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে এবং হীরা চৌধুরী ফতুল্লার পূর্ব লামা পাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন