রাজধানীর যাত্রাবাড়ী থানার কাজলা হানিফ ফ্লাইওভারের নিচে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মাসুদ মিয়া (২৫)। তিনি বরিশালের হিজলা থানার মোল্লারহাট গ্রামের মোতালেব বৈরাগীর ছেলে। যাত্রাবাড়ীর কাজলা এলাকায় তিনি থাকতেন।
নিহতের ভাই রিফাত হোসেন জানান, রাত ১২টার দিকে যাত্রাবাড়ী কাজলা হানিফ ফ্লাইওভারের নিচে একটি ট্রাক মাসুদকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ