রাজধানীর খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় এক নারী পরিচ্ছন্নকর্মীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতের নাম শরিফা বেগম (৩২)। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার আলিপুর গ্রামের মতি মিয়ার মেয়ে শরিফা। স্বামী রাসেল ও দুই সন্তানকে নিয়ে খিলক্ষেত বনরূপা এলাকায় থাকতেন।
খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সরকার গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লোটাস কামাল ভবনের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় কোনো যানবাহন ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফার।
বিডি-প্রতিদিন/শফিক