আগামী ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪০তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফল করতে ঢাকা-১৮ নির্বাচনী আসনের থানা বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রাজধানীর উত্তরায় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভায় প্রধান অতিথি ছিলেন সর্বশেষ ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন।
যৌথসভায় সিদ্ধান্ত হয়, বিগত বছরের ন্যায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বস্ত্র ও খাবার বিতরণ করা হবে।
এতে আরও উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন সাগর, খিলক্ষেত থানা বিএনপির সভাপতি হাজী ফজলুল হক, বিমানবন্দর থানা বিএনপির সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, উত্তরখান থানা বিএনপির সভাপতি আহসান হাবিব আহসান, উত্তরা পূর্ব থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম সরকার, তুরাগ থানা বিএনপির সভাপতি আমান উল্যাহ মেম্বার, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মো. আফাজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সহসাধারণ সম্পাদক হেলাল তালুকদার, উত্তরখান থানা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বেপারী, তুরাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ খোকা, খিলক্ষেত থানা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন, বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন ভূইয়া, উত্তরা পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব আজমল হুদা মিঠু, উত্তরা পূর্ব থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এস আই টুটুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন