খিলগাঁও ও রামপুরায় গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক "রিক্সা ও ভ্যানচালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের জন্য বিশেষ গণস্বাস্থ্য বীমা ও খাদ্য সহায়তা কর্মসূচি পালিত করা হয়েছে।
স্থানীয় কলেজ ছাত্রদের সামাজিক সংগঠন "খুশির ঠিকানা (আমাদের খুশি তোমাদের মাঝে)" সংগঠননের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ বীমা কর্মসূচি ও খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার সময় উপস্থিত
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, "যে সকল মানুষ স্বল্প আয় করে পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের পরিবারের মানুষের মাঝে মাসে মাত্র ২০০ টাকায় চাঁদার মাধ্যমে গণস্বাস্থ্য কর্তৃক সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাবেন। তাদের জন্য সাপ্তাহিক সহনীয় স্বল্প টাকার কিস্তিতে সোলার বিদ্যুতচালিত রিকশা ও ভ্যান গাড়ি বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম আহসান সহন, শাহাজালাল সিয়াম, নাইম তালুকদার, দিপ্ত, ফারদিন কামাল, নাফী, সামিত, ইল্লিন, তৌফিক, ফারহান, ইয়াসিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত
খিলগাঁও ও রামপুরায় গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক "রিক্সা ও ভ্যানচালক, ফেরিওয়ালা, ফুটপাতের ছোট দোকানদারের জন্য বিশেষ গণস্বাস্থ্য বীমা ও খাদ্য সহায়তা কর্মসূচি পালিত করা হয়েছে।
স্থানীয় কলেজ ছাত্রদের সামাজিক সংগঠন "খুশির ঠিকানা (আমাদের খুশি তোমাদের মাঝে)" সংগঠননের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গণস্বাস্থ বীমা কর্মসূচি ও খাদ্য সহায়তা পৌঁছে দেয়ার সময় উপস্থিত
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।
তিনি বলেন, "যে সকল মানুষ স্বল্প আয় করে পরিবার নিয়ে কষ্টে দিনযাপন করছেন তাদের পরিবারের মানুষের মাঝে মাসে মাত্র ২০০ টাকায় চাঁদার মাধ্যমে গণস্বাস্থ্য কর্তৃক সম্পূর্ণ স্বাস্থ্যসেবা পাবেন। তাদের জন্য সাপ্তাহিক সহনীয় স্বল্প টাকার কিস্তিতে সোলার বিদ্যুতচালিত রিকশা ও ভ্যান গাড়ি বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা নাঈম আহসান সহন, শাহাজালাল সিয়াম, নাইম তালুকদার, দিপ্ত, ফারদিন কামাল, নাফী, সামিত, ইল্লিন, তৌফিক, ফারহান, ইয়াসিন প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত