বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোড এলাকায় বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মানকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের সাথে দুর্ব্যবহারের অভিযোগে ৫ জনকে আটক করে তারা। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান এলাকায় প্রয়াত বিধান বিশ্বাসেরর ছেলে বিলাস বিশ্বাস তাদের জমিতে দেয়াল নির্মানের অভিযোগে চাচাতো ভাই নিক্কন বিশ্বাসের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। আজ ওই অভিযোগ তদন্তে যায় কোতয়ালী মডেল থানার ওসি (অপারেশন) মো. আনোয়ারের নেতৃত্বধীন পুলিশের একটি দল। পুলিশ বিরোধ নিস্পত্তি না হওয়া পর্যন্ত ওই জমিতে দেয়াল নির্মান কাজ বন্ধ রাখতে বলে। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সাইয়েদ আহমেদ মান্না সেখানে গিয়ে নিক্কন বিশ্বাসের পক্ষে অবস্থান নেয়।
এ সময় উভয় পক্ষ বাদানুবাদে লিপ্ত হলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে কাউন্সিলর মান্নার সহযোগীরা পুলিশের সাথে দুর্র্ব্যবহার করে বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে মান্নার ৫ জন সহযোগীকে পুলিশ আটক করে। তবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
এর আগে কাউন্সিলর মান্না তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ করে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিরোধপূর্ণ জমি নিয়ে বিলাসের পক্ষে অবস্থান নেওয়ার অভিযোগ করেন। ৬ মিনিটের ওই ভিডিওটিতে পুলিশ কর্মকর্তাদের দেখিয়ে তিনি পাল্টা অভিযোগ করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন জানান, পুলিশ পুরো ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশ অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন