ঢাকা শহরে উন্মুক্ত স্থানে আর বর্জ্য দেখতে চাই না বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, কারণ, এসব বর্জ্য নর্দমায় যায় এবং জলাবদ্ধতা সৃষ্টি করে।
বৃহস্পতিবার সায়েদাবাদে (ডিএসসিসির ৪০ নম্বর ওয়ার্ড) নির্মিত এসটিএসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
মেয়র বলেন, গত বছর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে ঢেলে সাজিয়েছি। আমাদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে একটি করে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস) স্থাপন। সেখান থেকেই বর্জ্য অপসারিত হবে। সূচি অনুযায়ী সন্ধ্যা ৬টা থেকে বাসাবাড়ি, স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রতিটি ওয়ার্ডের নিবন্ধিত বর্জ্য সংগ্রহকারীরা বর্জ্য সংগ্রহ করে এসটিএসে রাখবে। সেখান থেকে আমরা তা ভাগাড়ে নিয়ে যাব।
বিডি প্রতিদিন/আরাফাত