১০ লাখ টাকা মূল্যের বিদেশি ওষুধসহ মো. বাদল নামে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এসময় তার কাছ থেকে বিক্রয় নিষিদ্ধ ৮ হাজার ৯৮২ পিস ওষুধ জব্দ করা হয়।
রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার (২৭ মে) দিনগত রাতে চকবাজারের মোগলটুলী মনসুর খান প্লাজায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক এএসপি এনায়েত কবীর সোয়েব জানান, আটক বাদল পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সদস্য। তিনি অবৈধভাবে বিভিন্ন বিদেশি কোম্পানির ওষুধ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকার ওষুধের দোকানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির