বরিশাল মহানগর আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৮টায় নগরীর কালীবাড়ি রোডের সেরনিয়াবাত ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।
সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, সহ-সভাপতি গাজী নাঈমুল হোসেন লিটুসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হয়। তবে সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিক ভাবে কিছু জানানো হয়নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার