রাজধানীর হাতিরঝিল থানা এলাকা থেকে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- তাজুল ইসলাম (৩৭) ও কাওছার (২৭)।
এ সময় গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতার দুই মাদক কারবারি কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে তা পিকআপে করে রাজধানীর হাতিরঝিল থানার বেগুনবাড়ি পার্কিং এরিয়া চত্বরে আসে। গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করেছিলেন। সেগুলো বিক্রি ও সরবরাহের জন্য ঢাকা নিয়ে আসেন।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে হাতিরঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/কালাম