শিরোনাম
- অস্ট্রেলিয়ায় ভয়াবহ বন্যা, ৫ জনের মৃত্যু
- পেট্রলপাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের কর্মবিরতি
- ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত ৬
- কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতিতে অর্থনীতির খেসারত
- টেস্ট দলে কেন জায়গা পেলেন না শামি?
- ৩ উইকেট নিয়ে আইপিএলের শেষটা রাঙালেন মুস্তাফিজ
- ইসরায়েলি হামলা চলছেই; প্রাণহানি ছাড়াল ৫৩ হাজার ৯০০
- সাড়ে ৩২ মণ ‘ঠান্ডাভোলা’ মাতাবে কোরবানির হাট
- বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ১০১ হজযাত্রী
- ঈদ যাত্রা: ট্রেনের ৪ জুনের টিকিট মিলছে আজ
- হজে মুসল্লিদের স্বস্তির জন্য সৌদির অনন্য উদ্যোগ
- ভারতে ফের করোনার হানা; কেরালা, দিল্লি ও মুম্বাইতে সতর্কতা জারি
- গাজায় ইসরায়েলি হামলায় নারী চিকিৎসকের ৯ শিশুসন্তান নিহত
- ইউক্রেনজুড়ে রুশ হামলায় নিহত ১৩, আহত অর্ধশতাধিক
- বার্সেলোনাকে হারিয়ে ইউরোপ সেরা আর্সেনালের মেয়েরা
- আনচেলত্তি-মদ্রিচের বিদায়ের ম্যাচে এমবাপ্পের জোড়া গোল
- বাংলাদেশি হামজার স্বপ্নভঙ্গ, প্রিমিয়ার লিগে ফিরল না শেফিল্ড
- শহীদ মিনারে হাসানের জানাজায় ছাত্রনেতারা
- ‘আলী’র বিশ্বজয়, বাংলাদেশি চলচ্চিত্র পেল কানে বিশেষ স্বীকৃতি
- মুস্তাফিজের দারুণ বোলিং, জয় দিয়ে আইপিএল শেষ করল দিল্লি
দুদককে সম্পদের হিসাব চাওয়ার আহ্বান
পরীমণিকে দুষলেন নারী উদ্যোক্তা হেলেনা জাহাঙ্গীর
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন

দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগ আনার পর থেকে আলোচনার শেষ নেই। বিষয়টি নিয়ে সংসদেও কথা উঠেছে। এবার এ ঘটনা নিয়ে মুখ খুললেন নারী উদ্যোক্তা ও বোটক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য হেলেনা জাহাঙ্গীর। এক সাক্ষাৎকারে তিনি সেই ঘটনায় পরীমণিকেই দোষারোপ করেছেন।
হেলেনা জাহাঙ্গীর দাবি করেছেন, অভিযুক্ত আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মতো মানুষ কিছুতেই পরীমণিকে ধর্ষণের চেষ্টা করতে পারেন না। আমরা জানি না এখানে ইনজাস্টিস হচ্ছে কিনা। আমরা জাস্টিসের অপেক্ষায় আছি। নাসির সাহেব উনি চার-পাঁচবার নির্বাচিত প্রেসিডেন্ট উত্তরা ক্লাবের। আমি যতগুলো ক্লাবের সদস্য, উনি ততগুলো ক্লাবের সঙ্গে আছেন। উনার আচার-আচরণে কোনোদিনই আমরা খারাপ কিছু দেখিনি। এটা আমার ব্যক্তিগত অভিমত।
হেলেনা জাহাঙ্গীর বলেন, বোট ক্লাব ও গুলশান ক্লাবের আমিও মেম্বার। নাসির ভাই আমার বাসায় এসেছেন, দাওয়াত খেয়েছেন। আমি কোনোদিন উনার চোখের নজর খারাপ দেখিনি জানিয়ে এই নারী উদ্যোক্তা আরও বলেন, ছেলের বউসহ আমার মেয়েরা ক্লাবের অ্যাসোসিয়েট মেম্বার। তারা রাত আটটার পরে ঘরের বাইরে থাকুক আমি চাইব না। আমার বাসার সামনে গুলশান ক্লাব। ওরা কোনোদিন যায় না। ওরা বরং বান্ধবীদের বাসায় গেলেও সন্ধ্যা সাতটার মধ্যে বাসায় ফিরে আসে।
তিনি পরীমণিকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি মনে করি, নায়িকা-গায়িকা সবকিছু বাদে সে তো একটা মানুষ। সে তো একটা মেয়ে। সে রাত ১২টার সময় দুই গাড়ি ভরে সেই কোথায় বোট ক্লাব, সেখানে কীভাবে যায়? আমার প্রশ্ন এটাই। তাকে যে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে কেউই কিন্তু দেখেনি। আমরা যদি ১৫ সেকেন্ডের ভিডিওটা শুনি ভালো করে, সেখানে কিন্তু কোনো নারীর আওয়াজ আসেনি।
হেলেনা জাহাঙ্গীর আরও বলেন, একটা ধর্ষণ চেষ্টা হওয়া নারী, যাকে নাকি হত্যা চেষ্টা করা হয়েছে সে মিডিয়ার সামনে হাসে কীভাবে। দেখলাম ডিবি অফিসের সামনে যখন গেল (পরীমণি), ও ক্যামেরার সামনে কেমন মুচকি মুচকি হাসতেছিল। একটা ধর্ষণ চেষ্টা হওয়া নারী যাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে এগুলো কেমনে করে! নাম্বার টু, দুই কোটি টাকা যদি তার সাথে লেনদেন হয়েই থাকে, আর সেই টাকার জন্য যদি নাসির উদ্দিন এমন করে থাকেন তাহলে সে তাকে চেনেন না কেন?
দুর্নীতি দমন কমিশনকে পরীমণির সম্পদের হিসাব চাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি দুদকের কাছে অনুরোধ করবো, তার যে সম্পদ আছে সে সম্পদের হিসাব ও জবাবদিহিতা চাইতে। অনেক বড় বড় নায়িকা-নায়করা বলছেন তিনি সাড়ে তিন কোটি টাকার গাড়িতে চড়েন কীভাবে। এমনও বলেছে যে সে এখন বনানীতে যে ফ্ল্যাটে থাকেন সেটা ২৫-৩০ কোটি টাকা দামের ফ্ল্যাট। তার একটা সোফার দাম দেড়-দুই লাখ টাকা।
প্রসঙ্গত, গত ৮ জুন উত্তরার কাছের বিরুলিয়ায় ঢাকা বোট ক্লাবে পরীমণি তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন থানায়। এ ঘটনায় আবাসন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন এই চিত্রনায়িকা। মামলায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক
এই বিভাগের আরও খবর