রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
আটকরা হলেন- দীন ইসলাম (২১) ও আজমান (২৬)।
শনিবার দুপুরে র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রাণী দাস গণমাধম্যকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর দেড়টার দিকে রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালান হয়। অভিযানের ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম