বরিশালের গৌরনদীতে বিআরটিসি বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে উভয় যানের চালকসহ ১০ জন আহত হয়। রবিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনার কারণে দীর্ঘ ৭ ঘণ্টা বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী পয়েন্ট থেকে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয়প্রান্তে শত শত যানবাহন আটকা পড়ে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম জানান, পঞ্চগড় থেকে বরিশালগামী বিআরটিসি’র একটি বাস ৭টার দিকে বার্থী তাঁরা মায়ের মন্দির এলাকা অতিক্রমকালে বিপরীতমুখি একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানের চালকসহ ১০জন আহত হয়। এদের মধ্যে ২জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরন করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে দুর্ঘটনায় উভয় যানের সামনের অংশ বিধ্বস্ত হয়। এতে মহাসড়ক আটকে যায়। মহাসড়কের ওই পয়েন্ট থেকে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে শত শত যান আটকা পড়ে। দুপুর ২টার দিকে বরিশাল থেকে রেকার এনে দুর্ঘটনা কবলিত বাস ও কাভার্ডভ্যান সরিয়ে ফেললে ৭ ঘণ্টা পর ওই পয়েন্ট দিয়ে যান চলাচল ফের স্বাভাবিক হয়।
অপরদিকে একই মহাসড়কের গৌরনদীর বেজহার গ্রামের লালপোল এলাকায় গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু গুরুতর আহত হয়। ওই রাতেই তাকে প্রথমে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় ওই রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল