করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য ‘কোভিড-১৯ হিরো গোল্ড অ্যাওয়ার্ড’ শীর্ষক সম্মাননায় ভূষিত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।
রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে গত ১৮ জুন সন্ধ্যায় বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সীর কাছ থেকে তিনি সার্টিফিকেট ও ক্রেস্ট গ্রহণ করেন।
এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন