রাজধানীর কারওয়ান বাজার রেলগেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও লুঙ্গি। এ সংবাদ লেখা পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টার দিকে তার মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সরকারি ইনচার্জ (এএসআই) আব্দুল্লাহ খান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক